Tuesday 17 March 2015

বান ডেকেছে

উজানের পানি প্রবল তোড়ে আসছে ভাটির দেশে।
নদ নদীতে বান ডেকেছে বন্যা অবশেষে।

ডুবে গেল ঘর বাড়ি আর ফসলের মাঠ।
ডুবে গেল রেল লাইন যত রাস্তাঘাট।
বাড়লো কত দূর্গতি সব মানুষের।
ভোগান্তিও কম নয় সব পশুদের।
দুঃখি মানুষ ঠাঁই নিয়েছে ভেলার উপরে।
তাদের উপর উদার হস্তে রোদ বৃষ্টি ঝরে।
অন্ন বস্ত্র খাওয়ার পানি পাওয়া বড় দায়।
রোগ বালাইও আসে সাথে করতে অসহায়।
দূর্যোগ আজ নেমে এসেছে দুঃখির দুয়ারে।
দুহাত ভরে সাহায্য করো গরিব দুঃখিরে।
সাহস নিয়ে করতে হবে সকল মোকাবেলা।
একটা প্রাণ না যায় ঝরে করে অবহেলা।

No comments:

Post a Comment