Tuesday 3 February 2015

ফুলের হাসি



Picture 133


পূব আকাশে সূর্যি হাসে
হাসে ফুলের কলি।
ভোর সকালের হিমেল হাওয়ায়
উড়ে আসে অলি।

শিশির ভেজা ফুল কলিরা
খুশবু ছড়ায় সুখে।
সূর্যিমামা ছড়ায় আলো
লাবন্য ছড়ায় সুখে।
পাপড়িগুলো থরে থরে
বিকশিত মায়ায়।
মৌলোভীরা ফুলপরাগে
ব্যস্ত মহুর্মুহু হানায়।
ভোর বাতাসও সুবাস মেখে
জড়িয়ে থাকে পাশে।
তাই না দেখে সূর্যিমামা
মিটি মিটি হাসে।
Picture 170
Picture 133
Picture 389
Picture 492

No comments:

Post a Comment