Thursday 14 December 2023

গুম হয়েছে ঘুম।


মশার প্যান প্যানিতে

কান ঝালা পালা।

কামড়ে কামড়ে নাভিশ্বাস

বাড়ছে অন্তরজ্বালা।

আন্তর্জালে বুদ হয়ে রই

টের পেয়েছে মশা।

গুন গুনিয়ে শোনায় গান

করছে তামাশা।


আন্তর্জালে বাইটগুলি

যেমনি শুষে নেয়।

মশাও যেন সেই সুযোগে

বাইটে শুষে নেয়।

ডেঙু, ম্যালেরিয়া

জানান দিয়ে যায়।

লেট নাইটের সুখগুলি সব

শূন্যে মিলায়।

অসহায়ের মত তাকিয়ে দেখি

বাইটের কারবার।

আমি, আমার পার্সের দশা

বড়ই জেরবার।

আন্তর্জালে বাড়ছে অন্তর জ্বালা

রাতকে রাত কাটছে নির্ঘুম।

অলিক প্রেমে বিভোর হয়ে

গুম হয়েছে ঘুম।

Tuesday 12 September 2023

জন্মদিন

আল্লাহর  অফুরন্ত মদদ বষিত হোক তোমার জীবনে

দূর হয়ে যাক সকল অমানিশা। 

মায়া মরিচিকা দূরে সরে যাক

প্রতিভাত হোক ঝলমলে আলোর দিশা।

নতুন রূপে শুরু  হোক তোমার জন্মদিন

ম্যাপলের দেশে।

প্রশান্তিতে ভরে উঠুক জীবন বার বার ফিরে আসুক

স্নিগ্ধ  পরিবেশে।

শান্ত অটল থেকে এগিয়ে  যাও গন্তব্যে।

বিচলিত  হয়োনা হিংসুকদের কমকান্ডে

নীতি হীন দের মন্তব্যে।

শক্তি সাহসে উদ্ভাসিত হও

ছড়িয়ে পড়ুক দ্যুতি।

হায়েনা শক্তি ধংস হয়ে যাক

হারিয়ে  যাক হিংস্র প্রজাতি।

সত্যের খড়গে ধরাশায়ী হোক অবিচার

খান খান হয়ে যাক মিথ্যা অহংকার। 

অনাচারের বুহ্য ভেঙে যাক

প্রতিষ্ঠিত হোক তোমার অধিকার। 

শান্তি  স্বস্তি  নিরাপত্তা  ঘিরে  থাক 

তোমার জীবনে।

মহান  আল্লাহর দরবারে আমার আকুল  কামনা

তাই মনে প্রাণে।


Best birthday wish ever.

May the Almighty bless you with happiness and good health all the way, Ma.

Tuesday 29 August 2023

নির্মম পরিহাস।

. অর্বাচীনের মত যত কর উপহাস গলায় পড়বে ঘ্যাগ সাক্ষী ইতিহাস। ভুরি ভুরি কত ছলনারা হয়েছে ধূলিস্যাৎ অসময়ে ক্রোধের অনল ঘিরবে অকস্মাৎ। উদাসীন যারা বলছ কথা বেফাঁস বুমেরাং হয়ে আসবে ঘিরে তামাশার ফাঁস। কৃতকর্মের ফল, ঠিক ততটুকু যা করেছো চাষ বুঝবে সেদিন কি ছিল পূর্বাভাস। কার আদেশ, কেন দিয়েছেন আভাস ফিরতে চাইলেও মিটবেনা অভিলাস। নবায়ন হবেনা, রুদ্ধ হবে কণ্ঠ, আজীবন কারাবাস অপরিণামদর্শিতার নির্মম পরিহাস।

কোভিডের উচ্ছাস

কোভিডের উচ্ছাস বিশ্ব বাসির নাভিশ্বাস। ভয় আর ত্রাস করাল গ্রাস দীগ্বি জয়ীরাও আজ হচ্ছে লাশ। সাফ সাফাই কারসাজ মাস্কের মারকাজ। কোয়ারান্টাইনের আবাস পক্ষকালের কারাবাস। লক ডাউনের সারকাস নিম্ন বিত্তের দীঘ শ্বাস। ত্রাণের মারপ্যচে জীবন রূদ্ধ শ্বাস। আই সি ইউর কেবিনে রোগীদের হাস ফাস অক্সিজেনের অভাবে বন্ধ নিশ্বাস। নিকট জনের রোণাজারি মানবতার আহাজারি। কেউ নেই কাছে সবার উদ্ধশ্বাস। জীবনের সাতপাক ফিরে গেলে খালি হাত। পরপারে যাত্রীর রূদ্ধ পথ কঠিন কেয়ামত। সৃষ্ট করোনার যত বহুরূপী অভিলাষ। স্রষ্টার অসীম ক্ষমতা ফেরাতে পরবাস। করোনাকে নয় ভয় চেতনায় বিশ্বাস। এপার মিলবে দয়া ওপারে বিলাবে আশ্বাস।

পদ্মা

পদ্মা নিয়ে গুণীজনেরা গুন গান করেছেন কত পদ্যে। সর্বনাশা কৃতীনাশার কত গল্প ফুটিয়ে তুলেছেন গল্পে। কত বিরহ কত বেদনা কত অশ্রু মিশেছে এই জলে। কত প্রেম কত সুর কত গান জন্ম নিয়েছে পলে পলে। বানভাসিরা ভারী করেছে পাড় ছেড়েছে দীর্ঘ শ্বাস। বাস্তু ভিটা সব হারিয়ে ছুটেচলা উদ্ধোশ্বাস। ভাবতো বসে কূলের নাগাল কি করে বাগে আনবে। স্বপ্ন দেখালো পিতা পাখির মত উপর দিয়ে ই পারাপার হবে। পিতা পুত্রীর মিলিত স্বপ্নে খুললো দখিন দুয়ার। সব বাঁধা উপড়ে ফেললে তুমি জয় হাসিনা র সরকার। সাহসিকতার বিজয় গাঁথা জবাব প্রতি হিংসার। গৌরব আর সষমতার প্রতীক স্বাধীন বাংলা র। পদ্মার বুকে যেনো ফুটেছে শত পদ্ম নয়নাভিরাম রাতে। এপার ওপারের মিলনমেলা রচিত হল ২৫শের প্রাতে।

Tuesday 26 November 2019

হেমন্ত



স্বগ থেকে খসে পড়া হিম বুড়ী
হিমেল পরশ বুলিয়ে দেয় সবুজ গালিচায়।
পাহাড় গীরি কন্দর স্নাত হয়
সিক্ত হয় তরু লতা বাগ বাগিচায়।
শান্ত হয় উত্তাল সাগর নদী
হিমের আবেশে।
তারা ভরা জোছনা ঝরা
ভরা প্রকৃতি অফুরন্ত আমেজে।
অতিথি পাখিদের গুঞ্জরনে
টুটে নিশীথের সুপ্তি।
হাওর বাওর বিলে কল কাকলীতে মুখরিত
সকাল সন্ধ্যা ব্যাপ্তি।
নতুন ফসলের মৌ মৌ গন্ধে
ভরে উঠে গ্রাম।
গোলা ভরা ধানে সুখের স্বপনে
ভরে উঠে প্রাণ।
নবান্নের উৎসবে নতুন রসে
স্বাদে ভরপুর হেমন্ত।
নতুন কুটুমে টুক টুকে আঁচলে
জেগে আছে অনন্ত।

Tuesday 10 September 2019

রাতের প্রহর

অস্তাচলে কৃষ্ণ রেখা
জানায় রাতের গড়ি।
খেয়া পারে ব্যস্ত যাত্রীরা
গুটায়ে পসার পাত তাড়ি।
প্রহরে প্রহরে গড়ছে পট
জানা অজানার পটে।
ক’জনই বা খবর রাখে
সৃষ্টির কোথায় কি ঘটে।
আকাশ সাজে বাহারি সাজে
বসায় চাঁদের ঘাট।
মনের মুকুরের লালিত স্বপ্ন
বসায় সওদার হাট।
কেউবা সাজায় সুখের বাসর
সানাইয়ের সুরে।
কেউবা নিরবেই ঝরে যায়
বিউগলের সুরে।
কেউবা জানায় আগামনী বাতা
কান্নার রোলে।
কেউবা পায় অশনি সংকেত
হুঙ্কারের বোলে।
প্রহর গড়ায়, নিকশ নিরব
থম থমে চারিধার।
অশরীরা ও যেনো সেই হুজুগে
ছেয়ে যায় পারাবার।
রাতের প্রহর কাটেনা তখন
হৃদয় ভাঙ্গার জোয়ার।
ভাটির টানে হারাবে কোথায়
নিলিপ্ত হাহাকার।
কৃষ্ণ গহ্বর পাড়ী দেয়া
এক কঠিন সংগ্রাম।
তবু ও পাড়ি জমায় রাতের প্রহর
অবলীলায় নিত্য জীবন সংগ্রাম।

Tuesday 27 August 2019

রূপালী ইলিশ



রূপে অপরূপ
রূপালী ইলিশ
রূপের মহিমায় তুলনা হীন।
রসনার বিলাশি
নানান রেসিপি
স্বাদে আর ঘ্রানে অপ্রতিম।
ভাদ্রের স্রোতে
ছন্দে আনন্দে
ক্রোস পরিক্রমায় ক্লান্তি বিহীন
যোজন যোজনে
আশায় পাড়িজমায়
মোহনার টানে বিরাম হীন।
সে যে আমার
জাতীয় মাছ
রূপালী ইলিশ রসনায় বিলীন ।

Thursday 15 August 2019

স্বরণে

আজও শ্রাবনের আকাশ কাঁঁদে,
ঢাকে শোকের ছায়ায়।
তোমার স্মরণে কাঁদে বাংলা
আছো প্রাণের মায়ায়।
ভুলি নাই তোমাকে
ভুলবোনা কোনোদিন।
বাংলার আকাশে জ্বলবে
জ্বল জ্বলে চিরদিন।
যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী বহমান
ততোদিন রবে কীতি তোমার শেখ মুজিবুর রহমান।