Tuesday, 15 January 2019

Friday, 27 July 2018

বাদলা দুপুর

রুম  ঝুমা ঝুম বৃষ্টি ঝরে
ণূপুর তালে টিনের চালে।
বৃষ্টি পড়ে দীঘির জলে
টাপুর টুপুর ছন্দতালে।

Friday, 29 June 2018

বিশ্ব কাপ ২০১০
জমজমাট ফুটবলের মেলা জমলো মেন্ডেলার দেশে।
জমকালো পরিবেশে কাটলো সারা মাস আনন্দ উল্লাসে।
কেউ হারলো কেউ জিতলো ফুটবলকে ভালবেসে।
কেউ হাসলো কেউ কাদলো বুক ভাসে আফসোসে।

Thursday, 25 May 2017

কৃষ্ণচূড়ার আলাপন।।

সূযাভায় ছড়িয়ে হাসি
খুশিতে দিলহারা।
শ্যামেল কোমলে বাহারীরূপে
চিত্ত পাগলপারা।

Monday, 2 January 2017

অপরূপা হেমন্ত
হিমালয়ের হিমকন্যা নবরূপবিভায় ভেসে আসে হেমন্তে।
তুলতুলে মেঘরাশি নব উদ্দমে খেলে যায় দিগন্তে।
হিমবুড়ি আসে কুয়াশার আঁচল টেনে কাঁশের দোলায়।
নবোচ্ছাসে দোলা দিয়ে যায় সোনালী শীষে হিমেল হাওয়ায়।

Thursday, 24 November 2016

মেঘ বালিকা

সাগর মাঝে উত্তাল ঢে,প্রচন্ডড়েবে
বাতাসে সাথে পাল্লা দিয়ে,চলছে ছুটে মেঘ।
তজন গজন আর অশ্রু লে,আকাশ ভারাক্রান্ত।
নাইছে জলে বসুন্ধরা,দাপুটে ঝড়ে গাছেরা আক্রান্ত।

Wednesday, 13 July 2016

ডেঙ্গু জ্বর


লোক লোকালয়ে ছড়াচ্ছে জ্বর ডেঙ্গু মহা ত্রাস।
দিন দুপুরে এডিস মশা চালাচ্ছে সন্ত্রাস।
সচেতনতা খুবই জরুরী যেন সবাই সজাগ রয়।
আস্তাকুড়েই বিনাশ করতে যেন সচেষ্ট হয়।

Thursday, 30 June 2016

জোড়া শালিখইটের শাখায়  জোড়া শালিখ
মুখোমুখি বসা।
কিচির মিচির কত সুরে
চলছে স্বপ্ন কষা।
নতুন নীড় গড়বো কোথা
বলছে হেসে সখা।

শাওয়ালের চাঁদ


ব্যাস্ত ঢাকা
বেজায় নিরব
কেমন যেন ফাঁকা।

হঠাৎ গাড়ীর
কী যে হলো
বন্ধ কেন চাকা।

Thursday, 23 April 2015

বসন্ত জেগেছে

বসন্ত দোলায় দুলছে কানন
পাতা ঝরা ঝংকারে।
ডালে ডালে মঞ্জুরিত
গাছ সেজেছে অলঙ্কারে।