Thursday 23 April 2015

বসন্ত জেগেছে

বসন্ত দোলায় দুলছে কানন
পাতা ঝরা ঝংকারে।
ডালে ডালে মঞ্জুরিত
গাছ সেজেছে অলঙ্কারে।

হীম বুড়ী চুপটি করে
উবে গেল হীম ঘরে।
দক্ষিনা হাওয়া ছড়িয়ে হাসি
রং ছড়ালো সাজ ঘরে।
মৌমাছিরা মৌ বনে
মহুর্মহু হানছে বাণ।
তির তিরিয়ে  উড়ছে প্রজাপতি
নাচ্ছে  উড়িয়ে বাহারী নিশান।
ঘুম ভাঙ্গাতে গাইছে অলি
কলির কানে দিলহারা।
কুহু কুহু  কোকিলেরা
দোসর খোজে মাতোয়ারা।
দিকে দিকে সবুজেরা
কিশলয়ে সেজেছে।
সাজ সাজ রবে
বসন্ত জেগেছে।

No comments:

Post a Comment