Tuesday 10 September 2019

রাতের প্রহর

অস্তাচলে কৃষ্ণ রেখা
জানায় রাতের গড়ি।
খেয়া পারে ব্যস্ত যাত্রীরা
গুটায়ে পসার পাত তাড়ি।
প্রহরে প্রহরে গড়ছে পট
জানা অজানার পটে।
ক’জনই বা খবর রাখে
সৃষ্টির কোথায় কি ঘটে।
আকাশ সাজে বাহারি সাজে
বসায় চাঁদের ঘাট।
মনের মুকুরের লালিত স্বপ্ন
বসায় সওদার হাট।
কেউবা সাজায় সুখের বাসর
সানাইয়ের সুরে।
কেউবা নিরবেই ঝরে যায়
বিউগলের সুরে।
কেউবা জানায় আগামনী বাতা
কান্নার রোলে।
কেউবা পায় অশনি সংকেত
হুঙ্কারের বোলে।
প্রহর গড়ায়, নিকশ নিরব
থম থমে চারিধার।
অশরীরা ও যেনো সেই হুজুগে
ছেয়ে যায় পারাবার।
রাতের প্রহর কাটেনা তখন
হৃদয় ভাঙ্গার জোয়ার।
ভাটির টানে হারাবে কোথায়
নিলিপ্ত হাহাকার।
কৃষ্ণ গহ্বর পাড়ী দেয়া
এক কঠিন সংগ্রাম।
তবু ও পাড়ি জমায় রাতের প্রহর
অবলীলায় নিত্য জীবন সংগ্রাম।

No comments:

Post a Comment