Tuesday 24 February 2015

বৈশাখ

বৈশাখে শাখে শাখে
থোকা থোকা আম থাকে।
ডালে বসে ভালো আম কিছু খায় কাকে।
দুষ্টু ছেলেরা সুযোগ বুঝে ঢিল ছোড়ে ফাঁকে।
কাঁচা আম ভারি মজা যদি খাও ভর্তা।
কাসুন্দি মোরোব্বা বানাও  বলে যান কর্তা।
আচারের সুগন্ধে বাড়ি ভরপুর।
বোয়মে রাখা  আছে আমসত্ব আমচুর।
পাকা আম ভারি মজা বলে সকলে।
মজাদার ল্যাংড়া ফজলী বাংলাদেশে ফলে।
বৈশাখে তাই রব নানা বাড়ি যাবো।
গাছে উঠে পেড়ে পেড়ে পাকা আম খাবো।
গ্রীষ্মর বন্ধ হলো সব স্কুলে।
মধুমাস উদযাপন করবো বলে।

No comments:

Post a Comment