Thursday 26 February 2015

প্রভাকর

সোনালী আবিরে মায়াময় প্রভা।
পূর্ব দিগন্তে বিচ্ছুরিত আলোকের শোভা।
কল কাকলিতে মুখরিত বন বনানী।
দিনের আলিঙ্গনে জেগে উঠেছে ধরণী।
গাছ গাছালী,পাখ পাখালী,করছে সূধা পান উর্ধ পানে চাহি।

সোনা ঝরা রোদে ব্যস্ত সবাই নিরন্তন চলছে অবগাহি।
সোনালী বরণ আগুনের গোলা তেতে উঠে দুপুরে।
সাগর নদীর পানি হালকা হয়ে জমে মেঘের আকারে।
চক্রাকারে নিজের ফাঁদে আটকে পড়ে রবি।
মুখোশ খুলে যায় বর্ষণে শীতল বারী।
হালকা মেঘে ম্যাজিকের মত রং ধনু হয়ে।
ভেসে উঠে সূর্য্যর প্রতিচ্ছবি হয়ে।
শক্তিধর সূর্য্য সেও ম্রিয়মান হয়।
চাঁদ এসে যখন তার পথে বাধা হয়।
সৌর পরিবারকে অবিরাম আবর্তনে ব্যাস্ত রেখে।
বিকেলের নিস্তেজ অরুণ অস্তাচলে ঢাকে।

No comments:

Post a Comment