Thursday 14 December 2023

গুম হয়েছে ঘুম।


মশার প্যান প্যানিতে

কান ঝালা পালা।

কামড়ে কামড়ে নাভিশ্বাস

বাড়ছে অন্তরজ্বালা।

আন্তর্জালে বুদ হয়ে রই

টের পেয়েছে মশা।

গুন গুনিয়ে শোনায় গান

করছে তামাশা।


আন্তর্জালে বাইটগুলি

যেমনি শুষে নেয়।

মশাও যেন সেই সুযোগে

বাইটে শুষে নেয়।

ডেঙু, ম্যালেরিয়া

জানান দিয়ে যায়।

লেট নাইটের সুখগুলি সব

শূন্যে মিলায়।

অসহায়ের মত তাকিয়ে দেখি

বাইটের কারবার।

আমি, আমার পার্সের দশা

বড়ই জেরবার।

আন্তর্জালে বাড়ছে অন্তর জ্বালা

রাতকে রাত কাটছে নির্ঘুম।

অলিক প্রেমে বিভোর হয়ে

গুম হয়েছে ঘুম।

No comments:

Post a Comment