1. নালপিরান : ০১-০৫-২০১১ | ১৩:৫৫ |
    Delete
    মেয়েরা জাতির অর্ধেক কাজে লাগালে জাতির শক্তি বাড়বে। Yes
    YesYes
    • ছন্দ হিন্দোল : ০১-০৫-২০১১ | ১৪:০৯ |
      Delete
      ভালো লাগলো ভাইয়া একটা পয়েন্ট বের করেছ । মেয়েরা তো আমাদের ঘরেরই মা বোন ওদের সুখে আমাদেরই সুখী হওয়ার কথা। ভালো থেকো নালপিরান,শুভ কামনা রইলো। Smile Smile
  2. জামান আরশাদ : ০১-০৫-২০১১ | ১৪:১৮ |
    Delete
    Yes Yes Clap Clap
    • ছন্দ হিন্দোল : ০১-০৫-২০১১ | ১৪:২৮ |
      Delete
      ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি আপনাকে পাবো জামান ভাই,এত ব্যস্ততার মাঝেও সাড়া দিয়েছেন অনেক ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুভ কামনা অবিরাম। Smile Smile
  3. জ.ই মানিক : ০১-০৫-২০১১ | ১৪:২০ |
    Delete
    :-bd :-bd
    ভালো লাগলো অনেক।
    সহমত ভাবনায়।
    • ছন্দ হিন্দোল : ০১-০৫-২০১১ | ১৫:১৬ |
      Delete
      ধন্যবাদ মানিক খুব ভালো লাগলো সাথে পেয়ে, তোমার ভাবনা গুলো নামের মাধুরিতে আলোকিত হোক । সমাজের অন্ধকার সেই আলোতে দূর হয়ে যাক প্রত্যাশা করি । ভালো থেকো ভাইয়া ।অনেক অনেক শুভ কামনা।
  4. জিল্লুর রহমান : ০১-০৫-২০১১ | ১৪:৩৩ |
    Delete
    ভালো লাগল। আপনার লেখা খুব সুন্দর। ধন্যবাদ।
    • ছন্দ হিন্দোল : ০১-০৫-২০১১ | ১৫:২৩ |
      Delete
      স্বাগত জানাচ্ছি আমার ব্লগে ভাই জিল্লুর রহমান, ভালো লাগলো আমারও ,মন্তব্যের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন শুভ কামনা রইলো।
  5. মিজানুর রহমান : ০১-০৫-২০১১ | ১৪:৩৯ |
    Delete
    ‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
    অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।’
    কবিতাটি ভালো লাগলো।
    Rose Rose Rose
    • ছন্দ হিন্দোল : ০১-০৫-২০১১ | ১৫:৫২ |
      Delete
      জাতীয় কবি কত আগেই বুঝে ছিলেন নারীর অবস্হানের কথা এবং সোচ্চারও হয়েছিলেন সমাজে বৈষম্যের অবস্হা দেখে,একপেশে মনোভাব এই বৈষম্য সমাজ থেকে দুর করার পথে অন্তরায় আদি থেকেই হয়ে আসছে । অনেক ভালো লাগলো ভাই মিজান সাথে পেয়ে ।
      নিরন্তন শুভ কামনা রইলো।
  6. ডা. দাউদ : ০১-০৫-২০১১ | ১৪:৪৪ |
    Delete
    [img]http://i1137.photobucket.com/albums/n507/drdaud/th_01012008010.jpg?t=1304239169[/img]
    মনোজাগতিক দাসত্বের শৃংখল ভাংতে পারলেই
    উন্মোচন হবে নব সম্ভাবনা
    শুভ কামনা সকল নারীর জন্য
    • ছন্দ হিন্দোল : ০১-০৫-২০১১ | ১৬:৩২ |
      Delete
      নারী পুরুষের অর্ধেক নয় নারীও পুরুষ পরস্পরের পরিপুরক এটা মানতে অস্ত্র সস্ত্র টাকা কড়ির প্রয়োজন হয়না ,একটু মানসিক পরিবর্তনই যথেস্ট ছিলো।আপনি হয়তো লক্ষ করবেন যে পরিবারে স্বামী স্ত্রী মধ্যে বোঝা পড়া ভালো সেখানে হাজার কান পড়া দিয়েও
      ঘরে অশান্তি সৃষ্টি করতে পারেনা । পরিবারের সদস্যরাও মানসিক দিক দিয়ে অশান্তি ময় ঘরের সদস্যদের চেয়ে ভালো হতে দেখা যায় । এই সদস্যদের মধ্যে শুধু মেয়েরা নয় আমাদের ছেলে সন্তান ও আছেএদের কথা ভেবে হলেও মনো জাগতিক দাসত্বের শৃংখল ভাংলে আমাদের ছেলেরা বীরের মনোবল নিয়ে বেড়ে উঠবে । মন মরা মায়ের ছেলেরা মন মরা ই হয় নাহলে বেয়াড়া প্রকৃতির হয় । তাই শৃংখল ভাংতে পারলেই সম্ভবনার দ্বার উন্মোচিত হবে। আপনাকে আমার পেস্টে পেয়ে অন্য রকম ভালো লাগলো সহমত জানাচ্ছি । সব সময় স্বাগতম আমার ব্লগে ,শুভ কামনা অবিরাম।
  7. মরু বেদুইন : ০১-০৫-২০১১ | ১৭:৪২ |
    Delete
    Yes Yes Yes
    ভালো লিখেছেন আপু ।
    শুভকামনা ……………. Rose Rose
    • ছন্দ হিন্দোল : ০১-০৫-২০১১ | ২২:১৬ |
      Delete
      ধন্যবাদ ভাইয়া ভালো লাগলো আমারও, অনেক অনেক শুভেচ্ছা রইলো। Smile Smile
  8. মেঘলা : ০১-০৫-২০১১ | ১৯:৩১ |
    Delete
    অনেক দিন পর আপনার লেখা পড়লাম।
    ভালো লাগা নিয়ে গেলাম।
    শুভ কামনা প্রিয়।
    • ছন্দ হিন্দোল : ০১-০৫-২০১১ | ২২:২৪ |
      Delete
      বৈশাখী শুভেচ্ছা জানাচ্ছি মেঘলা, আমার ব্লগ উজালা হয়ে গেলো সাথে পেয়ে, ভালো থেকো ,শুভেচ্ছা নিও। Smile Smile
  9. চারু : ০১-০৫-২০১১ | ২১:৫৩ |
    Delete
    সুন্দর লেখা।
    • ছন্দ হিন্দোল : ০১-০৫-২০১১ | ২২:৩০ |
      Delete
      ধন্যবাদ চারু স্বাগত জানাচ্ছি আমার ব্লগে ,সব সময় স্বাগতম সব সময় শুভ কামনা Rose Rose Rose
  10. ছায়েদা আলী : ০১-০৫-২০১১ | ২২:২৫ |
    Delete
    বড়’পা ছালাম নেবেন ।
    অনেক…অনেক…ভালো লাগলো আপনার লিখাটা ।
    ”মেয়েরা জাতির অর্ধেক কাজে লাগালে জাতির শক্তি বাড়বে। ” Yes
    সতত মঙ্গল কামনা রইলো ।
    • ছন্দ হিন্দোল : ০১-০৫-২০১১ | ২২:৫৬ |
      Delete
      সালাম ছোট, ভালো লাগলো আমারও । বেগম রোকেয়া বলেছিলেন সকটের চাকা সমান না হলে সকট চলতে পারেনা। সমান তালে চলতে হলে সমান সমান হওয়া চাই। নারী জাতির হোক গতি জাতির শক্তি বাড়ুক অতি। ভালো থেকো প্রিয় ,শুভ কামনা রইলো।
  11. কাজলাদিদি : ০২-০৫-২০১১ | ০:৪৯ |
    Delete
    কবিতা মাঝে বাস্তবতার রেখাচিত্র জলজল করে উঠেছে বন্ধু ।
    অনেক অভিনন্দন আপনাকে ।
    Yes Yes Yes Yes Yes Rose Rose Rose Yes Yes Yes
    • ছন্দ হিন্দোল : ০২-০৫-২০১১ | ২:২৫ |
      Delete
      আন্তরিক অভিনন্দন কাজলাদিদি আমার ব্লগে আপনাকে । রূঢ় বাস্তবতার মুখো মুখি তাই হয়তো দগ দগে দেখা যাচ্ছে । আপনার উপস্হিতি মনকে নাড়া দিয়ে গেলো্‌ মন্তব্যের জন ধন্যবাদ ভালো থাকবেন , শুভ কামনা রইলো। Smile Smile
  12. মুরুব্বী : ০২-০৫-২০১১ | ৯:৩৯ |
    Delete
    কথায় কথায় সমাজ চিত্রের অপূর্ব রূপায়ন।
    অবগুন্ঠনের আড়াল থেকে কর্মের দিকে এগিয়ে নিতে হবে
    নারী- পুরুষ নির্বিশেষে সবাইকে। দায়িত্ব আপনার আমার আমাদের সকলের।
    আপা স্লামালেকুম। শুভ সকাল। Clover Clover Clover
    • ছন্দ হিন্দোল : ০৩-০৫-২০১১ | ৮:৫৮ |
      Delete
      সালাম আজাদ ভাই , শুভ সকাল. হাজার বছরের জমে থাকা শৃংখল সমাজের জুপ কাষ্ঠে বন্ধি মানসিক ,মানবিক মূল্যবোধ,পারস্পরিক শদ্ধা বোধের অভাব সামাজকে পশ্চাদপদ করে রেখেছে।এই সুতিকাগার থেকে
      বের হয়ে আসতে সম্মিলিত প্রচেষ্টাই দরকার ।আপনি ঠিকই বলেছেন
      এটা সবার দায়িত্ব এই বন্দি দশা থেকে বের করে এনে আলোর পথ দেখানো। আপনাদের মত অগ্রজ সারথিরাই পথ দেখাবে কামনা করি। অন্তত জুপ কাষ্ঠের বলী হবেনা হিংসার বলী না হয় রোষের বলী নাহয় নিয়স মাফিক যে যার মত চলতে পারে এই টুকু নিশ্চিত করতে পারলেও সমাজের অনেক অনাচার বন্ধ হয়ে যেত। অনেক ভালো লাগলো ভাইয়া আপনাকে পেয়ে , মতামতের জন্য ধন্যবাদ । শুভ কামনা রইলো
  13. ফকির আবদুল মালেক : ০২-০৫-২০১১ | ১৯:৩১ |
    Delete
    পরিবার থেকে পেলে সহমর্মিতার ধারা।
    হয়তো আরও এগিয়ে যেতে পারবে তারা।
    Yes Yes
    • ছন্দ হিন্দোল : ০৩-০৫-২০১১ | ৯:১০ |
      Delete
      ভালো লাগলো মালেক ভাই একাত্মতা জানিয়েছেন । এরা আমাদের আপনজন ,বৈরিতা নয় মিলে মিশেই থাকতে চাই , আলোর পথ দেখতে চাই। সবাইকে সুখী দেখতে চাই, শুভ কামনা।(বেশি বললাম কি) Smile Smile
  14. সাদা মনের মানুষ : ০৩-০৫-২০১১ | ৬:৩৬ |
    Delete
    মেয়েরা জাতির অর্ধেক কাজে লাগালে জাতির শক্তি বাড়বে। Yes
    চমৎকার লিখেছেন আপা। ভালো লাগা জানিয়ে গেলাম। ভালো থাকুন সবসময়।
    • ছন্দ হিন্দোল : ০৩-০৫-২০১১ | ৯:৩০ |
      Delete
      ধন্যবাদ সাদামন , একরাশ শুভ্রতা যেনো ছড়িয়ে পড়লো আনমনে। মেয়েরা যুদ্ধ, ব্যবসা, সেবায় পদচিহ্ন রেখেছে বাকি গুলিতেও রাখতে পারবে আশাকরি। আমরা মানব জাতি দুয়ে মিলে এক। পাশা পাশি চলতে দিলে জাতির শক্তি অবশ্যই বাড়বে । বিরুদ্ধাচরন করে নয় একযোগেই
      হওয়া চাই ।
      সবার সাথে যোগে যেথায় বিহারও সেই সাথে যোগ তোমার সাথে আমারও।
      সবসময় শুভ কামনা।