Tuesday 3 February 2015

হজ্বের ইতিকথা


জন মানব শ‍ুন্য মর‍ু প্রান্তরে বানিয়েছেন কা’বা হযরত ইব্রাহীম।
আদেশ করেছিলেন আ‍ল্লাহ রহমানু‍র রহীম।
আজান দিয়েছেন অনাগত মানুষকে আ‍ল্ল‍াহর ঘর জিয়ারতে।
দে‍খিয়েছেন পথ একাত্ববাদের ধ্যানে জ্ঞানে ফিতরতে।

ইসলামের পাঁচটি রোকনের মধ্যে হজ্ব উত্তম এবাদত।
ইসলামের অমীয় বানী শোনাতে বিশ্ব ভাতৃত্ব রক্ষার্থেই এই জমায়েত।
রাসুল সঃ বিদায় হজ্বে পূরণ করেছেন দ্বীনের সব হুকুম আহকাম।
নিষ্ঠার সাথে পালন করলে ,হবে সে সফলকাম।
সেলাই বিহীন কাপড় পরে হাজিরা আ‍ল্লাহর ধ্যানে মশগুল।
পরিবার পরিজনে‍র কথা ভুলে গিয়ে বিলকুল।
মনে হয় যেন কেয়ামতের মাঠে অগনিত মানব ঢল।
হিংসা বিদ্বেষ ভুলে গি‍য়ে আমীর ফকির সব আজ এক দল।
বিগলিত হৃদয়ে তোয়াফ করে আ‍ল্লাহকে পাবার মানসে।
পৌছাতে চায় মনে‍র আর্জি আ‍‍ল্লাহর আরশে।
মিনা আরাফার গগন ভেদে বলে হাজিরা ‍লাব্বায়েক।
মাফ কর ‍হে মালিক আমি না লায়েক।
হযরে আ‍সওয়াদে চুমু খেয়ে সাফা মারা‍ওয়া সাঈ করে।
আবে জমজমে তৃষ্না ‍মি‍টিয়ে কায়মনে দোয়া করে তেষ্টা‍ মেটাও হাউজে কাউসারে।
ইব্রাহীমের সুন্নত কোরবানী করে সেই সাথে নিজের নফসে‍র পশুকে।
শয়তানে ঢিল মেরে মাফ চায় খোদা দ্রোহিতার প্ররোচনা থেকে।
এই‍ সেই হজ্ব, আদর্শ ছিলেন পরিবার সহ (হঃ) ইব্রাহীম খলিলুল্লাহ।
নিজের সত্বা‍কে বি‍লিয়ে দিয়ে‍‍‍ছেন রাহে ফি সাবিলিল্লাহ।

No comments:

Post a Comment