Friday 27 July 2018

বাদলা দুপুর

রুম  ঝুমা ঝুম বৃষ্টি ঝরে
ণূপুর তালে টিনের চালে।
বৃষ্টি পড়ে দীঘির জলে
টাপুর টুপুর ছন্দতালে।

বাদলা হাওয়া শাখায় শাখায়
আন্দলিত হরষে।
শাপলা শালুক হাসছে বিলে
ঢেউ এর পরশে।
নতুন পানিতে কৈ মাছেরা
বিহারে পাল তোলে।
নতুন সাজে টেংরা পুঁটি
নাচছে পুচ্ছ তুলে।
ডাহুক পানকৌড়ি কচুরি পানায়
সুরের খেয়া তুলে।
কাক ভেজা পাখিরা সব
করুণ সুর তোলে।
ব্যাঙ বাবাজী নাইছে জলে
ঘ্যাঙর ঘ্যাঙর ভাই।
বৃষ্টি ঝরে কচু বনে
কুচ পরোয়া নাই


No comments:

Post a Comment