Monday 2 January 2017

অপরূপা হেমন্ত




হিমালয়ের হিমকন্যা নবরূপবিভায় ভেসে আসে হেমন্তে।
তুলতুলে মেঘরাশি নব উদ্দমে খেলে যায় দিগন্তে।
হিমবুড়ি আসে কুয়াশার আঁচল টেনে কাঁশের দোলায়।
নবোচ্ছাসে দোলা দিয়ে যায় সোনালী শীষে হিমেল হাওয়ায়।

কুয়াসা স্নাত শিউলি,বকুল অবগুন্ঠনে ঢেকে
মৌ মৌ গন্ধে  নব আয়োজনে নবান্নরে ডাকে।
টুপ টাপ ঝরে শিশির শাল পিয়ালের বনে।
সুরে ছন্দে পাখা মেলে পাখিরা মেতে উঠে গানে।
চাঁদের ঝলসানি,তারাদের ঝলকানি নিশীথ শিশির                      
ঝিঁঝিঁর গান,জোনাকির আলোর সাজ হেমন্ত নিশির।
আশা জাগনিয়া নবজাগরণে নয়া কুটুমের সাধে,
আনন্দে ভরপুর বাড়ি খেজুর রসে পিঠে পায়েসের স্বাদে।
নয়া ধানে নব শিহরণে বড় কুটুম সাজায় বরণ ডালা।
শাঁখা সিঁদুরে বরণ করে,নব সুরে বদল করে মালা।।

No comments:

Post a Comment