Thursday 24 November 2016

মেঘ বালিকা

সাগর মাঝে উত্তাল ঢে,প্রচন্ডড়েবে
বাতাসে সাথে পাল্লা দিয়ে,চলছে ছুটে মেঘ।
তজন গজন আর অশ্রু লে,আকাশ ভারাক্রান্ত।
নাইছে জলে বসুন্ধরা,দাপুটে ঝড়ে গাছেরা আক্রান্ত।

সাদা সাদা মেঘগুলি সব,পানিরিসাভার।
চলছে ঝুলে সাগর নদী,সজল ভিসার।
নেই যে পাম্প নেই যে পাইপ,চলেছ চক্রাকারে।
ধরে রেখেছে বুকে ভূবন,নানা প্রকারে
তারই ছোঁয়ায় বিশ্ব চরাচর ভরা,শষ্য শ্যামলে
ভোগের নেশায় ব্যাস্ত জীবেরা,পিঠ ঠেকেছে দেয়ালে
প্রাণের উৎস পানিই জীবন অমূল্য রতন
দুষন,অবিবেচনায় হারিয়ে যাবে,না নিলে যতন।
গ্রহ থেকে গ্রহান্তরে,চলছে পানির খোজ
মেলেনি প্রাণের অস্তিত্ব,পায়নি পানির খোজ।
সজীব এ ধরা প্রাণ প্রকৃতি,সবই পানির আধার।
কুলোশিত হলে হরোপ্পা সম,ঢেকে যাবে আঁধার।
মালিক বলেন,কেউ নাই,চলেনা কারো হুকুমত।
নজরে আছে সবার হাল হকিকত।
আসমান জমিনে ছড়িয়ে দিয়েছি অসংখ্য নেয়ামত।
জলে,স্হলে,অন্তরিক্ষে যত অবক্ষয়,তা কমের খেসারত।
দম্ভের কারণে সৃষ্টকূলের না-শোকরী যখন।
লুকাতে পারি প্রতিটি ফোটা,কি করবে তখন?
সময় নেবেনা মেঘ বালিকা,রূষ্ঠ হওয়ার নিমিত্তেই।
দুপেয়ে প্রাণীর দম্ভ যত,থেমে যাবে নিমিষেই।

No comments:

Post a Comment