Thursday 30 June 2016

শাওয়ালের চাঁদ


ব্যাস্ত ঢাকা
বেজায় নিরব
কেমন যেন ফাঁকা।

হঠাৎ গাড়ীর
কী যে হলো
বন্ধ কেন চাকা।

পা দানিতে
নেইতো হাঁক
নেইতো কোন খোকা।

জন সমুদ্র
কোথায় গেলো
ভাবনাতে খায় ধোকা।

চুপসে গেছে
হকারের গলা
কই হারালো বোকা।

মস্ত মলে
ব্যাস্ত লিফট
প্রাণান্ত ছিল ঢোকা।

গাড়ীর জ্যামে
দম ফুরাতো
অসাধ্য ট্রাফিক রোখা।

গগন চুম্বি
ভবন ছাদে
ভাবছে বসে কেকা।


দিগন্ত জুড়ে
শাওয়ালের চাঁদ
হাসছে বসে একা।


No comments:

Post a Comment