Thursday 30 June 2016

জোড়া শালিখ



ইটের শাখায়  জোড়া শালিখ
মুখোমুখি বসা।
কিচির মিচির কত সুরে
চলছে স্বপ্ন কষা।
নতুন নীড় গড়বো কোথা
বলছে হেসে সখা।

লৌহ গরাদের এই শহরে
যায়না শ্যামল দেখা।
ডিশের শাখায় নেটের শাখায়
ছেয়েছে সারা শহর।
সবুজ শাখা  হারিয়ে গেল
কেউ রাখেনা খবর।
বাসা বানাই বাতির খোপে
দুরু দুরু বুকে।
ফোরম্যানরা আসবে যখন
মারবে ধুকে ধুকে।
ভীরু গলায় বললো সখী
মনে ভরা দুখ।
সেদিন কি আর আসবে সখা
মিটবে মনের সুখ।
বুদ্ধিমানরা বুদ্ধি করে
ফন্দি এটেছে।
গাছ গাছালি কেটে সব
উজাড় করেছে।
ডাস্টবীনের এঁটো ঝুটায়
ফরমালিনের ঝাঁজ।
ক্ষেতের দানায় কীটনাশক
পড়েছে মাথায় বাজ।
ইতর প্রাণীর নেই যে দাম
তাদের বিচারে।
যুপকাষ্ঠের বলী তারা
বুদ্ধির অনাচারে।
ইতর প্রাণীর প্রাণ নাশও
তাদের ধংশের কারণ।
সময় থাকতে প্রাণে বাঁচাও
কর সংরক্ষন।
ঝড় বৃষ্টি খরাও তাদের
পিছু নিয়েছে।
ভূকম্পনের ভীতিও তাদে
তাড়িয়ে বেড়াচ্ছে।
পরিবেশের উপর যত আঘাত
সব মানবের গড়া।
ছাড় দেবেনা নিতে দাদন
প্রতিশোধ ছাড়া।

No comments:

Post a Comment