Tuesday 17 February 2015

লাল গোলাপের ছাদ

স্বাগত জানাচ্ছি ছাদের বাগানে , সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা । বাগান বলতে ছাদের চারপাশে দেড় হাত চওড়া তিন হাত উচু বেদিতে লাগানো গাছ ৮৩ সালে তৈরী। আমি আনাড়ি ছবি তোলাতে এবং পোস্ট সাজাতেও তবুও না পারার লজ্জা উৎসাহ আর ইচ্ছার কাছে হার মানলো । বাগানে অনেক রকম ফুলের গাছ ছিলো গোলাপ, বেলী, হাসনুহেনা, গন্ধরাজ আরও অনেক ।এক বসন্তের একটু গল্প বলি তখনো আম গাছ লাগানো হয়নি চার কোনায় চারটি গন্ধরাজ লাগানো ছিলো প্রায দুই হাত পর পর বেলী আর নানা রকম গোলাপ লাগানো ছিলো গন্ধরাজ এ বসন্ত কালেই ফুল ফোটে এবং এক সাথে সারা গাছ সাদা হয়ে যায় গোলাপ ও বসন্ত কালে ফোটে এক সাথে সারা গাছ রঙ্গীন শত পাপড়ির বেলীও এই সময়ই ফোটে থোকায় থোকায় সারাগাছ সাদা
ফুলের রঙ ,সুগন্ধে বসন্তে সুর্য্যের আলোর ছটাতে যে মহোনীয় রূপ ধারন করেছিলো তা বর্ণনায় প্রকাশ করা যাবেনা। এক কথায় স্বর্গীয়। সোবহান আল্লাহ ফুলের এতো সৌন্দর্য্য।

Golap
সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা।
Aam er mukul
লতা আমের মুকুল।
Bagan bilaash
Aam er mukul
Golaap
Aam er mukul
flower




No comments:

Post a Comment